ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সেই ‘বনরুই’ হত্যায় অবশেষে বনবিভাগের মামলা

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
সেই ‘বনরুই’ হত্যায় অবশেষে বনবিভাগের মামলা হত্যা করা হচ্ছে এই মহাবিপন্ন বনরুই/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাংলানিউজের সংবাদ প্রকাশের পর মহাবিপন্ন সরীসৃপ প্রাণী ‘বনরুই’ হত্যায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে বন্যপ্রাণী আইনের আওতায় আদালতে একটি মামলা দায়ের করা হয়।

হবিগঞ্জ রেমাকালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, রশিদপুর বিটের বিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা নং ০৮২০১৮, তারিখ ৪/১২/২০১৮।

তিনি আরো বলেন, বাংলানিউজে সংবাদ প্রকাশের পর আমরা এই ঘটনাটি সম্পর্কে অবগত হই। পরবর্তীতে সিলেট বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী আমি মামলাটি করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। দু’দিন ধরে বিভিন্ন কাগজপত্র তৈরি করে বুধবার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।  

হাতিমারা চা বাগানের দশ নম্বর সুতাফারা লেভার লাইনের বাসিন্দা ধনঞ্জয় চৌহান-কে মামলার বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়।  

গত ২ ডিসেম্বর  বাংলানিউজে ‘পাচারের জন্য মহাবিপন্ন বনরুই হত্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮ 
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।