ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুষ্টিয়ায় মেছো বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ৫, ২০২১
কুষ্টিয়ায় মেছো বাঘ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেছো বাঘটিকে উদ্ধার করে।

বুধবার (০৫ মে) বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া মালিথা মৎস্য খামার থেকে এ বন্যপ্রাণিটি উদ্ধার করা হয়।

ওই এলাকায় মুন্নাত নামে এক ব্যক্তি মেছো বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় আলেফ, লিটন, বিল্লাল, রতন মালিথাসহ বেশ কয়েকজন মিলে মেছো বাঘটিকে উদ্ধার করে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাচায় আটকে রাখে। খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে জীবিত মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।