ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ফরিদপুরে প্রাণী সম্পদের প্রদর্শনী

ফরিদপুর: ফরিদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুরের আয়োজেন বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

জেলা শহরের গোয়ালচামট এলাকার মহিম ইনিস্টিটিউটের খেলার মাঠে এর উদ্বোধন করা হয়।  

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লা আহসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী প্রমুখ।

প্রর্শনীতে অংশ নেওয়া ৩০টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে দেখেন ডিসি অতুল সরকার।

বাংলানিউজকে অতুল সরকার বলেন, সরকার দেশে প্রাণিসম্পদ বাড়ানোর লক্ষে বিভিন্ন প্রকল্প নিয়েছে। আমাদের বেকার যুবকদের কর্মস্থানের জন্য এ সব প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে লোনের ব্যবস্থা করেছে।

জেলার প্রাণিসম্পদ বিভাগের যারা কর্মকর্তা আছেন, তাদের ছোট-বড় সব খামারিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে ডিসি অতুল সরকার বলেন, কোনো খামারি যাতে প্রাণীর চিকিৎসা বা অন্যকোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।