শরতের মতো এমন শুভ্র-স্নিগ্ধ-শান্ত মৌসুম আর হয় না। শরতের নীল আকাশে সাদা তুলোর মতো মেঘগুলোকে উড়ে যেতে দেখে মন উদাসীন হয়ে উঠবে শরৎ প্রেমীদের।
তাইতো শরৎ প্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি/ শরৎ, তোমার শিশির-ধোয়া কুণ্ডলে’
প্রকৃতির নিয়ম অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকার আশপাশের কাশবনগুলো জেগে উঠছে। আকাশে ভেসে বেড়ানো সাদা তুলার মতো মেঘ আর নদীর তীরে ফুটে থাকা কাশফুল এক অপার সৌন্দর্যের সৃষ্টি করে। এ মৌসুমে কাশের শুভ্রতায় ছেয়ে যায় নদীর তীর।
প্রিয়জনের হাত ধরে ঘুরছেন কাশ বনের মাঝে, নীলাকাশ ও সাদার হাতছানিকে সাক্ষী রেখে। কেউ কেউ তো স্মৃতি ধরে রাখতে সেলফিও তুলছেন। নগরের যান্ত্রিক কোলাহল থেকে একটু প্রকৃতির সান্নিধ্যে পেতে চলে যেতে পারেন কাশফুলের কাছে। শরতের কাশফুল বেশি দিন স্থায়ী হয় না। তাই আর দেরি না করে ঘুরে আসুন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বেরাইদ এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এএটি