ঢাকা: ভূত দেখেছেন কখনো? সত্যিকারের ভূত? ভূতের তো কতশত সিনেমাও রয়েছে। আছে হরর সিরিয়ালও।
কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। রাতে ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন মরুপথ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে ভূতের এই ভিডিওচিত্রটি ধারণ করেন আরবের এক ব্যক্তি। ভূতটিকে আবার বলা হচ্ছে সবচেয়ে ভয়ংকার বা কুৎসিত ভূত।
তিন মিনিটের এই ভিডিওচিত্রে দেখা যায়, সাদা বেডশিট পরে কেউ একজন গাড়িটিকে অনুসরণ করছে। গাড়িটি থামলে আবার তেড়েও আসছে। কথিত ভূতটির মুখ চুল দিয়ে ঢাকা বলে দেখা যাচ্ছে না। লাঠিতে ভর করে হাঁটছিল সে। ভূতটি তেড়ে আসায় গাড়ির ভেতরের লোকজন ভয় পেয়ে যায় বলেও জানান গাড়ির চালক।
ইউটিউবে প্রকাশিত এ ভিডিওতে ভূতের পাশে তার ছায়াও দেখা গেছে। মূলত গাড়ির হেডলাইটের আলোয় এটি ধারণ করা হয়।
তবে ভিডিওটি সম্পর্কে কতিপয় কমেন্টের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, যদি তারা ভেবে থাকে যে এটা সত্যিই ভূত ছিল তাহলে তারা কেন সেখান থেকে ফিরে এলো না?
প্রশ্ন যুক্তিযুক্ত হলেও হয়তো সত্যিকার ভূতের সঙ্গে সাক্ষাতের অভূতপূর্ব স্মৃতি ধারণ করতেই ভিডিও করেছেন দুঃসাহসিক এ ব্যক্তি।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫