ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে একুশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ছবিতে একুশ ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরিতে ছিল না কোনো বয়সের ভেদাভেদ। সব পথ গিয়ে ঠেকেছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে।



বড়দের পাশাপাশি শিশুরাও তাদের বাবার হাত ধরে, কেউ বা কাঁধে চড়ে শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে আসে।

ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানোর বিভিন্ন মুহূর্তগুলো এদিন ধরা পড়ল বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট দীপু মালাকারের ফ্রেমে। দেখে নেওয়া যাক ছবির একুশ।


কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ভিড়।


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, সেদিন রাষ্ট্রভাষা বাংলা ছাড়া আর কোনো দাবি ছাত্র-জনতা মানেননি।


ফুলেল সাজে আমাদের প্রাণের বর্ণমালা।


শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে ছোট্ট দুই সোনামনি।


অক্ষরের মিনার, মিনারের অক্ষর।


প্রজন্মের কাঁধে চড়ে শহীদদের জন্য শ্রদ্ধা।


আমরা তোমাদের ভুলব না!


শ্রদ্ধা জড়ানো ফুলেল আল্পনা।


একুশ আমার সমুন্নত শির, আমার অহংকার!


আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও শ্রদ্ধা অমলিন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।