ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সম্রাটের ন্যূনতম ‘চাঁদা’ ১০ টাকা!

ফিচার ডেস্ক; ছবি: কাশেম হারুন, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
সম্রাটের ন্যূনতম ‘চাঁদা’ ১০ টাকা! ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাড়া মহল্লায় ঘুরে ঘুরে হাতির অর্থ সংগ্রহ নতুন কিছু নয়। এলাকায় সার্কাস পার্টি এলেই দেখা মেলে ‘চাঁদাবাজ’ হাতির।

যে যা দেয় তাই নিয়ে খুশি মনে অভিবাদন জানিয়ে চলে যায়।

শিশুদের দেখা যায় হাতির পিছন পিছন দৌড়াতে আর পরিবারের সদস্যদের কিছু দিতে আবদার করতে। একটু বেশি টাকা দিয়ে কয়েক মিনিটের জন্য পিঠে চড়তেও ছাড়ে না কেউ কেউ। কিন্তু ঢাকা শহরে যেন তাদের ‘রেট’ আলাদা!

মঙ্গলবার (০৭ এপ্রিল) চলার পথে মহাখালী ফ্লাইওভারের নিচে হঠাৎ চোখে পড়লো একটি হাতি। দোকান থেকে টাকা সংগ্রহ করছে সে। যে যা পারছে তাই দিচ্ছে। কিন্তু হাতিটি কি নিচ্ছে?

তবে একটু খেয়াল করে দেখা গেলো হাতিটির ন্যূনতম ‘চাঁদা’ ১০ টাকা। অর্থাৎ, ১০ টাকার নিচে দিলে সে নিচ্ছে না।

বোঝা গেলো হাতিও টাকা চেনে। শুধু চেনেই না, টাকার নোটও চেনে সে। একটু ব্যাখ্যা করে বলা যায় হাতিকে টাকা চেনানো হয়। চেনান তার মালিক।

মাহুতকে জিজ্ঞেস করে জানা যায়, হাতিটির নাম সম্রাট। সে একটি সার্কাস দলের হাতি।

দলটি এসেছে গাইবান্ধা থেকে। সার্কাস শুরু সন্ধ্যায়। তাই দিনের বেলায় রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে হাতির সাহায্যে তারা বিভিন্ন দোকান থেকে টাকা জোগাড় করছে।

তার দাবি, সংগ্রহ করা টাকা দিয়ে হাতির খাবারের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।