ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

দুই মাথার গরু! (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মে ৯, ২০১৫
দুই মাথার গরু! (ভিডিওসহ)

ঢাকা: খামারের সব পশু তো আর এক হয় না। এই ধরুন, যদি গরুর খামারের কথাই বলি তবে সে খামারের সব গরুর গায়ের রঙ বা আকার নিশ্চয়ই এক নয়।

আবার সব গরুর ঘাড়ে যে একটিই মাথা থাকবে এমনও কথা নেই।

ভাবছেন, এ অ‍াবার কেমন কথা! গরুর ঘাড়ে তো একটিই মাথা থাকবে!
 
আপনার মতো কৃষক ক্যারোলিন ক্রু নিজেও চমকে গেছেন তার খামারে দুই মাথা বিশিষ্ট বাছুর জন্মানোর পর। ধবধবে সাদা দুই মাথার এ বাছুরটির নাম রাখা হয় আনাবেল।

জন্মের পরই পশু চিকিৎসকরা ক্যারোলিনকে আগাম জানিয়ে দিয়েছেন, তার খামারে সদ্য জন্ম নেওয়া এ নতুন অতিথিকে কোনো উপায়েই বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হবে না।


সম্প্রতি ফ্লোরিডার বেকার জেলার ছোট্ট এ খামারে সবাইকে প্রায় অবাক করেই জন্ম নেয় আনাবেল। বেশিদিন বাঁচানো সম্ভব হবে না জেনেও তার যত্নআত্তি কম করছেন না ক্যারোলিন। যাবতীয় দেখাশোনাসহ চারবেলা নিয়ম করে বাছুরটিকে খাওয়াচ্ছেন।
 
ক্যারোলিন জানান, এটি সত্যিই বিস্ময়কর ঘটনা। এখানকার কেউই এর আগে এমন ঘটনা দেখেনি!

তবে চিকিৎসবিজ্ঞানের মতে, প্রতি ৪শ’ মিলিয়নে একটি গরু এমনভাবে জন্ম নিতে পারে। তবে দুঃজনকভাবে এরা বেশিদিন বাঁচে না।

ধারণা করা হচ্ছে, আনাবেল পলিসেফালির শিকার। অর্থাৎ ভ্রুণ ভেঙে জমজে পরিণত হওয়ার এক পর্যায়ে কার্যক্রম যদি হঠাতই বন্ধ হয়ে যায়, তাহলে এমন গঠন নিয়ে পশু জন্ম নিতে পারে।


তবে এর আগেও দুই মাথ‍া বিশিষ্ট গরু দেখা গেছে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের মারিবা শহরে দুই মাথা বিশিষ্ট বাদামি রঙের একটি ষাঁড়ের দেখা মেলে।

মারিবার গৃহপালিত পশু বিক্রয় কেন্দ্র থেকে ৫শ’ ৩৭ অস্ট্রেলিয়ান ডলারে গরুটিকে কিনে নেন একজন কসাই। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ হাজার টাকা।
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, মে ০৯ ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।