ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিয়ার গ্রিলের বিস্ময় ছুরি!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, মে ১২, ২০১৫
বিয়ার গ্রিলের বিস্ময় ছুরি!

ঢাকা: পুরো নাম এডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিল। চিনতে নিশ্চয় দেরি হয়নি! ডিসকভারি চ্যানেলে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ সিরিজের যারা ভক্ত, তাদের কাছে বিয়ার গ্রিল সুপারহিরো, বিস্ময়মানব।

আরও পরিচয় রয়েছে তার। তিনি একাধারে লেখক, টিভি উপস্থাপক ও স্কাউট প্রধান।

ম্যান ভার্সেস ওয়াইল্ডে গ্রিলের দুঃসাহসিক সব অভিযান দেখে অনেকে নিজেকেও হয়ত কল্পনায় নিয়ে গেছেন দূর-দূরান্তের গভীর জঙ্গল, পাহাড়ি এলাকা বা দুর্গম পথে। তবে, বাস্তবেও রয়েছে হাজারো অ্যডভেঞ্চারপ্রিয় সাহসী মানুষ। বাস্তবিক অর্থে অ্যাডভেঞ্চার করতে যাওয়া হোক বা না হোক, বড় কোনো ভ্রমণ বা হাইকিংয়ে গেলে সঙ্গে প্রয়োজনীয় কিছু জিনিস রাখা তো প্রয়োজন। এসব জিনিসের মধ্যে ছ‍ুরি অন্যতম। হয়তো ভাবছেন এত কিছুর মধ্যে ছুরির প্রসঙ্গ এলো কেন?

একটি ছুরি দিয়েই যদি আগুন জ্বালানো, বড় বড় গাছ কাটা, শিকার করা, ঘর বাঁধার কাজ, খাদ্য-খানা প্রস্তুতসহ সব কাজই চলে তাহলে তো সেটিই সবচেয়ে বেশি প্রয়োজন!

অ্যাডভেঞ্চারপ্রিয়রা হয়তো বিয়ার গ্রিলের মতো হেলিকপ্টার থেকে বরফ পাহাড়ের চূড়ায় নামা, বরফ জলে সাঁতার কাটা বা অদ্ভ‍ুত খাবার-দাবার খাবেন না। তবে তার মতো একটি সার্ভাইভাল ছুরি তো থাকতেই পারে আপনার সঙ্গে! যা কিনা অ‍াপনার ভ্রমণে ভালো কাজে আসবে।

পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে আত্মরক্ষা, ঘর তৈরি  বা গাছের ডাল ও বাঁশের কঞ্চিও কাটা যাবে এই একটি ছুরি দিয়ে। ছুরিটি ডিজাইন করেছেন গার্বার ও বিয়ার।

এটি বিয়ার গ্রিল ও পোর্টল্যান্ড ওরেগনের বিখ্যাত ছুরি তৈরিকারক গার্বার গিয়ারের সম্মিলিত প্রয়াস। গার্বার জানান, বিয়ার ছুরি তৈরির আগে কয়েক মাস তাদের গবেষণা ও উন্নয়ন টিমের সঙ্গে যুক্ত ছিলেন। বিয়ারের চিন্তা ছিলো এ যাবত তিনি যত রকম সার্ভাইভাল ছুরি ব্যবহার করেছেন সে সবগুলোর সুবিধা যেন একটি ছুরিতেই পাওয়া যায়। আর এসব কথা ভেবেই এটি আবিষ্কার করা হয়েছে।   

১০ ইঞ্চি লম্বা ছুরিটি মজবুত ও টেকসই। বিয়ার গ্রিলের সার্ভাইভাল ছুরির রাবারের হাতলে কমলা রঙে বিজি খোদাই করা রয়েছে। ৪.৫ ইঞ্চি লম্বা ব্লেডের ওপর লেখা বিয়ার গার্ব‍ার। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই  ছুরির ব্লেড আজীবনই থাকবে ধারালো।

চাইনিজ ৭সিআর১৭এমওভি (Chinese 7Cr17Mov Stainless Steel) স্টেইনলেস স্টিলের ছুরিটি তৈরি হয়েছে চীনে। এর ওজন প্রায় ৩২০ গ্রাম।

এটি শুধু ছুরির কাজই করবে না এর মাথার ধারালো অংশ দিয়ে করা যাবে অন্য অনেক কাজও। সংযুক্ত পকেট গাইডটিতেই দেওয়া রয়েছে এর যাবতীয় ব্যবহারবিধি। এর সঙ্গে অ‍ারও রয়েছে বাঁশি যা আপনাকে দুর্গম এলাকায় বিপদের সংকেত দিতে সাহায্য করবে। আর এ সবকিছু সংযুক্ত নাইফ কেসে গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ুন অভিযানে। বলা যেতে পারে, বিয়ার গ্রিল সার্ভাইভাল নাইফ সঙ্গে রাখা মানে এক ঝাঁক বিপদ থেকে নিজেকে মুক্ত রাখা।

তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।