ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অদ্ভুতুড়ে চুলের ছাঁট!-২

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
অদ্ভুতুড়ে চুলের ছাঁট!-২

ঢাকা: যুগের হাওয়ায় বদলে যায় সবকিছুই। আর স্টাইল? সে তো যুগেরই চাহিদা।

চুলের সঙ্গে স্টাইল শব্দটির সম্পর্ক যেন আরও নিবিড়। হেয়ার স্টাইল- শব্দটি কানে এলেই চলে আসে ভাব!


যদি এই চুলের ছাঁটের কথাই বলি, তবে তা ব্যক্তি অনুযায়ী পছন্দ ও রুচির ওপর নির্ভর করে। আবার কেউবা অন্যদের থেকে নিজেকে একেবারেই ভিন্নরূপে সাজাতে চান। কিন্তু তাই বলে এমন অদ্ভুতুড়ে ছাঁট! চলুন দেখে যাক দুই পর্বের অদ্ভুত সব চুলের ছাঁট নিয়ে আয়োজনের শেষ পর্ব।


গুরুগম্ভীর চেহারা। খানিক হাসিহাসি মুখ। চোখে চশমা। বাহুতে মুখ রেখে কী ভাবছেন তিনি? লিখবেন কি কোনো গল্প-কবিতা, না কোনো বড় উপন্যাস? নাহ, বিষয়টা এতক্ষণে বোঝা গেলো। মাথা নিচু করে শুয়ে রয়েছেন এই ভদ্রলোক। আর নিজের কবি মনকে ফুটিয়ে তুলেছেন চুলের কাটের ঢঙে।


প্রিয় ফলই বা বাদ যাবে কেন চুলের কাটে? টসটসে পাকা আনারস শোভা পাচ্ছে তার চুলের স্টাইলে।


ওম‍া, উড়ে উড়ে ক্ষুদে হেলিকপ্টার বুঝি নামলো এবার তার মাথায়!
 

বাঁচাও! মস্ত কালো গিরগিটি জেঁকে বসেছে তার মাথায়। গা শিউরে উঠলো তো? তবে এই তরুণ কিন্তু দিব্যি রয়েছেন শখের চুলের গিরিগিটি নিয়ে।


চুলের কাট, রং আর দাড়ির ব্যতিক্রম এই ঢঙে তিনি নিজেকে করে তুলেছেন সবার চেয়ে আলাদা।


বাস্কেটবলের রিং পর্যন্ত বাদ যায়নি চুলের কাট থেকে।


সম্ভবত এই তরুণ দেখতে চেয়েছিলেন, বয়স হলে তাকে দেখতে ঠিক কেমন লাগবে!


এত ঘন চুল? জিপার দিয়েই তবে আটকে রাখা যাক!


চুলের ছাঁটের নতুনত্বে বাদ যাবে না কোনোকিছুই।

ছবি: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।