ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সেলফি তুলতে গিয়ে ২৭ হাজার ভোল্টে তরুণীর মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
সেলফি তুলতে গিয়ে ২৭ হাজার ভোল্টে তরুণীর মৃত্যু

ঢাকা: ‘সেলফি ম্যানিয়া’ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা এবার গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। মনোবিজ্ঞানীরা অনেক আগে থেকেই এ নিয়ে সতর্কবার্তা শুনিয়ে যাচ্ছেন।

কিন্তু কে শোনে কার কথা!

প্রায়ই এখানে-ওখানে সেলফি কেন্দ্রিক দুর্ঘটনার খবর শোনা যায়। এবারের অতি সাম্প্রতিক ঘটনা রুমানিয়ার আয়াসি শহরে। সেদেশের অষ্টাদশী তরুণী আনা উরসুর সেলফি তোলার বড্ড শখ। নিত্যনতুন স্পেশাল সেলফি অর্থাৎ ‘স্পেশাফি’ তুলে বন্ধুদের চমকে দিতে পছন্দ করেন তিনি।

সেই ধারাবাহিকতায় স্পেশাফি তুলতে আনা এবার বেছে নেন ট্রেনের ছাদ। উদ্দেশ্য, রোমাঞ্চকর এক সেলফি তুলে বন্ধুদের বাহবা আদায়।

তো যেই ভাবা সেই কাজ। এক বন্ধুকে নিয়ে আনা চড়লেন ট্রেনের ছাদে। এরপর চিৎ হয়ে শুয়ে পা উপুড় করে দিয়ে শুরু হয় সেলফি তোলা। ট্রেনের উপর দিয়ে গেছে ২৭ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। আর তারে পা ছুঁতেই রীতিমতো বিস্ফোরণ, আনার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানান, তার শরীরের অর্ধেকটাই সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

অন্যদিকে, আনার সেই ১৭ বছর বয়সী অন্য বন্ধুর অবস্থাও ভালো নয়। বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেনের ছাদের উপর দু’টো মেয়েকে খেলতে দেখে চমকে উঠি। তারপর খুব জোরে চেঁচিয়ে ওদের সতর্ক করি। এর পরই দেখলাম, একটি বিস্ফোরণে একজন ছিটকে পড়ল, অন্যজন জ্বলে গেল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।