ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বঙ্গভঙ্গ ঘোষণা, মুম্বাইয়ে প্রথম ভারতীয় সিনেমা প্রদর্শন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বঙ্গভঙ্গ ঘোষণা, মুম্বাইয়ে প্রথম ভারতীয় সিনেমা প্রদর্শন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৭ জুলাই ২০১৫, মঙ্গলবার। ২৩ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।


•    ১৫৫০ – বাজারে প্রথম চকলেট আসে।
•    ১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ বিস্তার লাভ করে।
•    ১৮৯৬ - মুম্বাইতে ভারতের প্রথম সিনেমা দেখানো হয়।
•    ১৯০৪- নরওয়ে স্বাধীন হয়। ১৮১৪ সালে সুইডেন ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর ১৯ শতকে নরওয়েতে স্বাধীনতার যুদ্ধ সংঘটিত হয়।
•    ১৯০৫ - লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
•    ১৯২৭– বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।
•    ১৯২৯- ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পায়।
•    ১৯৩১- ভারতের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী ও মুক্তিসংগ্রামী দীনেশচন্দ্র গুপ্ত আলীপুর জেলে ফাঁসির দণ্ডে দন্ডিত হয়ে মৃত্যুবরণ করেন। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর।
•    ১৯৭৮–সোলাইমান দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপুঞ্জ ১৫৬৭ সালে আবিষ্কার হওয়ার পর ১৮৮৫ সালে জার্মানরা এর মালিকানা দাবী করে। পরবর্তীতে এটি ব্রিটিশদের দখলে চলে গেলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সোলাইমান দ্বীপপুঞ্জে বৃটিশ উপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতাকামী আন্দোলন গড়ে ওঠে ও ১৯৭৮ সালে তা স্বাধীনতা পায়।
•    ১৯৮৪– বাংলাদেশি ক্রিকেটার অলরাউন্ডার মোহাম্মদ আশরাফুল ঢাকায় জন্মগ্রহণ করেন।
•    ১৯৮৮ সালের এই দিনে বাংলাদেশ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়।
•    ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর-ভ্যাট আইন পাস।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।