ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কুকুর, পাখি ও হ্যামস্টার দোস্তি!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
কুকুর, পাখি ও হ্যামস্টার দোস্তি! ছবি : সংগৃহীত

ঢাকা: প্রাণিজগতে নানা রকম বন্ধুত্বের কথা আমরা শুনেছি। ‌এবার জানবো আরও একটি মিষ্টি বন্ধুত্বের গল্প।

তিন প্রজাতির প্রাণী বাধা পড়েছে একই বন্ধুত্বের সুতোয়।

বব নামের একটি সোনালি কুকুর, আটটি পাখি আর একটি হ্যামস্টার। খেলা, ঘুম, মোজ-মাস্তি সব একই সঙ্গেই করে তারা। শুধু কি তাই? ফেসবুক আর ইনস্টাগ্রামেও কম জনপ্রিয় নয় তারা।

ফেসবুকে বব গোল্ডেন রিট্রাইভার নামে একটি পেজে নিয়মিত আপডেট হচ্ছে তাদের খবরাখবর ও ছবি।

চমৎকার সব ছবি দেখে ইতোমধ্যে অনেকেই ভক্ত বনে গেছেন তাদের। বর্তমানে তাদের ভক্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার।

দক্ষিণ ব্রাজিলের সাও পাওলোবাসী এই সোনালির কুকুরটির মালিক লুইস হিগা জানান, এখন ববের বয়স এক বছর নয় মাস। চার মাস বয়স থেকেই বব আমার সঙ্গে রয়েছে। এরপর একটি কাকাতুয়া ও একটি টিয়া কিনি আমি। তার কিছুদিন পর তাদের বন্ধুদলে যুক্ত হয় আরও পাখি ও একটি হ্যামস্টার।

৩১ বছর বয়সী লুইস আরও জানান, তারা একসঙ্গে থাকার শুরু থেকেই তাদের পরস্পরের প্রতি পরস্পরের আচরণ ছিলো অসাধারণ। তাই আমার অবসর সময়ে আমি তাদের সবাইকে একসঙ্গে খেলতে দেই।

ছবিগুলো দেখেই আন্দাজ করা যায় তাদের বন্ধুত্ব কতটা মজবুত আর ‌একে অপরের সান্নিধ্য কতটা উপভোগ করে।

হ্যামস্টার আর পাখিদের বায়না মেটাতেও কোনো দ্বিমত নেই ববের। কখনও পাখিদের মাথায় করে রাখছে আবার কখনওবা হ্যামস্টারের দুষ্টুমিকে সায় দিচ্ছে সে। ঘুমানোর ভঙ্গিও সবার একই রকম।

খেলার ছলে একে অপরকে অনুকরণ করতেও খুব পারদর্শী তারা। এমন বন্ধুত্ব সবার নজর না কেড়ে পারে!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।