ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বুড়ি সেজে জেল পালাতে গিয়ে ধরা!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বুড়ি সেজে জেল পালাতে গিয়ে ধরা!

লাতিন আমেরিকার দেশগুলোতে জেল থেকে প্রায়ই কয়েদি পালিয়ে যায়। পালাবার ফন্দিফিকিরও বহু রকম।

কখনো জেলখানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের সঙ্গীদের মুক্ত করে। কখনোবা বন্দিদের বিদ্রোহের সময় সুযোগ বুঝে পালায় অনেক বন্দি। কেউবা পালায় জেলকর্মীদের ঘুষ দিয়ে গর্ত বা সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় ঘোড়েল দাগী বদমায়েশরা। এবার এক ব্রাজিলীয় মাদক পাচারকারী এসবের ধারেকাছে না গিয়ে অভিনব এক কৌশলের আশ্রয় নিয়ে জেল থেকে পালাতে চাইল। পুরুষ হয়েও সে সাজল বুড়িমা। তা করতে গিয়ে মানুষের ত্বকের মতো অবিকল মুখোশ, পরচুলা আর ফ্রক পরে নিল নিখুঁত ছদ্মবেশ। বাইরে থেকে এসব জোগাড় করেছিল কলদুয়ালদো আন্তোনিও ফেলিপে নামের ৪৪ বছর বয়সী এই দাগী কয়েদি। মাদক পাচারের দায়ে ৩৬ বছরের সাজা ভোগ করছিল সে।

যাহোক, ওর ছদ্মবেশ এমনই নিখুঁত ছিল যে জেল প্রহরীরা তাকে এই বেশে দেখেও কিছুই বুঝতে পারেনি। কারো মনে তার এই বেশ নিয়ে এতোটুকু সংশয়ও জাগেনি। কিন্তু তবু ধরা পড়ে গেল সে অন্য কারণে। সে যখন জেলখানা থেকে বুড়িমা সেজে বেরিয়ে যাচ্ছিল তখন এক নারীপ্রহরী ভাবলো, জেলে কোনো বুড়িমা তো ঢোকেনি! তাহলে এই বুড়িমা কোত্থেকে এলো আর যাচ্ছেই বা কোথায়? তখনই তারা কলদুয়ালদোর পথ রোধ করে তাকে জেরা করা শুরু করে। আর এক নারীরক্ষীর মনে হলো, কোনো বুড়িমার তো এতো লম্বা হওয়ার কথা নয়। এভাবে দুয়ে দুয়ে চার! ধরা পড়ে গেল সে। এ ব্যাপারে একটা পত্রিকার শিরোনাম: ‘Drug trafficker tries to escape prison dressed as granny in mask, wig and frock.’

ঘটনাটা ঘটেছে ব্রাজিলের করোনেল ওদেনির গিমারেস কারাগারে। কারাগারের কর্মকর্তাদের ভাষ্য ওর মুখোশটা ছিল প্রফেশনাল হলিউড স্ট্যান্ডার্ডের। কিন্তু বিধি বাম হলে যা হয়, কলদুয়ালদোর সেটাই হলো। এমন নিখুঁত ছদ্মবেশেও কাজ হলো না। আগের সাজার সঙ্গে এবার যোগ হবে তার নতুন সাজা। অতি চালাকের এমনই বুঝি হয়!

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।