ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিরল সানফিশের সঙ্গে ডুবুরির দেখা! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বিরল সানফিশের সঙ্গে ডুবুরির দেখা! (ভিডিওসহ)

ঢাকা: সামুদ্রিক মাছ সানফিশ। মাছটিকে সচরাচর চোখে পড়ে না বললেই চলে।

বলা ভালো, ডুবুরিদের চলাচল অঞ্চলে সে নিজেই ভিড়তে চায় না। তবে সহসা যদি সানফিশ আর ডুবুরির দেখা হয়েই যায়, তাহলে কেমন হবে!

এইতো কিছুদিন আগেই গভীর সমুদ্রে গোটা কয়েক ডুবুরির  সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলো সানফিশের।

এমন বিরল মাছের দেখা পেয়ে কি এমনিতেই ছেড়ে দেওয়া যায়! সঙ্গে সঙ্গেই মাছটির একটি ভিডিও ফুটেজ নেওয়া হলো।

জাপানের সুখাদ্য হিসেবে পরিচিত সানফিশের সাম্প্রতিক ভিডিওটি পর্তুগালের সমুদ্র উপকূল থেকে ধারণ করা হয়েছে।

মুখ হা করা অদ্ভুত এ মাছটি প্রায় ১৫ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া।

তবে প্রায় পাঁচ হাজার পাউন্ড বা প্রায় দুই হাজার পাঁচশো কেজি ওজনের সানফিশ দেখে সমুদ্রদানব মনে হলেও, মানুষের জন্য সে মোটেও হিংস্র নয়।

সাম‍ুদ্রিক জীববিজ্ঞানী করবিন ম্যাক্সি জানান, এ মাছের সাক্ষাৎ পাওয়া সত্যিই এক বিরল অভিজ্ঞতা। এ ভিডিও ফুটেজটি নির্দিধায় আশ্চর্যজনক।

তুলনামূলক ধারণা দিতে বলা যায়, সানফিশের আকার মোটামুটি একটি ট্রাকের সমান বড়।  

ওজন অনুযায়ী সানফিশ সমুদ্রের সবচেয়ে ভারী মাছ। মাছটির পিঠে একটি পাখনা রয়েছে। এর মাধ্যমেই সে পানিতে চলাচল করে।

যদিও এরা জনসমাগম এড়িয়ে চলে, তবে কখনও কখনও জলের ওপর ভেসে রোদ পোহানোর সময় সানফিশের দেখা হয়ে যায় ডুবুরিদের সঙ্গে।

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।