যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির পেছনের আঙিনায় জন্তুআকৃতির একটা কিছু পড়ে থাকতে দেখার পর নানা ধারনাই সামনে আসছে। অনেকেই মনে করছেন এ এক মৃত এলিয়েন।
জন্তটি প্রথম দেখতে পান ওই বাড়ির বাসিন্দা এক নারী। তিনি বলেন রাত সাড়ে এগারোটা নাগাদ আমি কিছু একটা গোংগানির শব্দ শুনতে পাই। আর বাইরে গিয়ে এটি পড়ে থাকতে দেখি। তবে ততক্ষণে ওটি ছিলো মৃত।
এরপর সেটি ফেসবুকে পোস্ট দেন ওই নারী। তিনি লিখেন, জানি না এটি কি জন্তু। তবে সেখান থেকে সংবাদমাধ্যমগুলোতে খবর হিসেবে ছড়ায়। আর ছবিটির ওপর আসতে থাকে হাজারো মন্তব্য। একজন লিখেছেন স্পষ্টই এটা একটা এলিয়েন। আরেকজন লিখেছেন নিশ্চিত ফেসহাগার। রিডলি স্কটের এলিয়েন ফিল্মগুলোতে এমন নাম রয়েছে।
একজন অবশ্য একটি হরিণের পূর্ণ পরিণত পূর্ণ ভ্রুণের ছবি দিয়ে দেখিয়েছেন এটি অর্ধেকটা বেড়ে ওঠা হরিণের ভ্রুণই হতে পারে।
বাংলাদেশ ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমএমকে