‘বড় বাঁচা বেঁচে যাওয়া’ বুঝিবা একেই বলে! নইলে ১৬০০ ফুট উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে যায় কেউ? এমন ভয়ানক পতনের ফলে শরীরের হাড়-হাড্ডির দফারফা হয়ে যাওয়ার কথা থাকলেও সেটা ঘটেনি। এই ভাগ্যবান একজন কানাডীয়।
পরে এবিসি নিউজ যখন তার সাক্ষাৎকার নেয়, তখন তিনি তাদের বললেন: “ এ ঘটনায় (তার বেঁচে থাকায়) আমি নিজেই হতবাক। আমার ধারণাই ছিল না যে এমনটা (বেঁচে থাকবেন) হবে...আমি জানতাম এক সময় আমার খেল খতম হবে। এটাই হবে আমার শেষ খেলা। মনে হচ্ছিল নিচে পড়াটা বুঝি অনন্তকাল ধরে চলতেই থাকবে। ’’
কিন্তু সত্য তো কল্পনাকেও হার মানায়। বুঝিবা সেটাই ঘটেছে তার বেলায়।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
জেএম