ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

হাফ ডজন ছানা পিঠে নিয়ে মা হাঁসের সাঁতার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
হাফ ডজন ছানা পিঠে নিয়ে মা হাঁসের সাঁতার ছবি: সংগৃহীত

ঢাকা: বড়সড় পরিবার সামলানো চারটিখানি কথা নয়। কিন্তু এই মা হাঁসটি দেখিয়ে দিলো পরিবার যতো বড়ই হোক, আর ছানার সংখ্যা যতোগুলোই হোক মায়ের ভালোবাসার কখনো কমতি হয় না।



পুকুরে মা হাঁসটি ১৬টি ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে হাফ ডজন ছানা মা হাঁসটির পিঠে চড়ে বসে আছে।

সম্ভবত ছানাগুলো সাঁতার কাটার পক্ষে নিতান্তই ছোট। কিন্তু সবগুলোকে তো আর একসঙ্গে পিঠে নেওয়া যায় না। তাই বাকি ছানাগুলো মায়ের পেছনের পালক ধরে সাঁতারের প্রশিক্ষণ নিচ্ছে।

পুকুরে মা হাঁস ও ছানাদের সাঁতারের এ ছবি তুলেছেন মার্ক ক্রাইমস।

ল্যাঙ্কাশায়রের কুইন’স পার্ক হেইউড থেকে তোলা ছবি সম্পর্কে ৪৯ বছর বয়সী মার্ক বলেন, আমি মা হাঁসটির পিঠে কয়টি ছানা রয়েছে গুনতে গিয়ে অবাক হয়ে যাই। কতগুলো ছানা একসঙ্গে!

হাঁসের পক্ষে এতোগুলো ছানা পিঠে নিয়ে সাঁতার কাটাও খুব সহজ কথা নয়।

এই হাঁসগুলো স‍াধারণত ক্যামেরা এড়িয়ে চলে। কিন্তু এই হাঁসটি আনন্দের সঙ্গেই ক্যামের‍ার মুখোমুখি হচ্ছিলো। জানান মার্ক।

পরিবারে ষোলোটি বাচ্চা মানুষের ক্ষেত্রে যেমন বড়, তেমনি হংসমাতার কাছেও সংখ্যাটি কিন্তু ছোট নয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।