ঢাকা: জাপান যে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ, তা সবাই কম-বেশি জানেন। জাপানে বসবাসরত প্রত্যেকেই জানেন হঠাৎ মাটি কাঁপানো দুর্যোগে কী করা উচিত।
‘জাপানবাসী’ শব্দটি শুধু মানুষের ক্ষেত্রে বলা ঠিক হবে না। কারণ জাপানের বসবাসকারী প্রাণীরাও ভূমিকম্প বিষয়ে যথেষ্ট সচেতন!
তারাও জানে ধ্বংসযজ্ঞ এড়াতে কী কী পদক্ষেপ নিতে হয়।
কিন্তু বেচারা হ্যামস্টার ভূমিকম্পের সময় আশ্রয় নিতে খুবই ভুল জায়গা বেছে নিয়েছে।
ভূমিকম্প শুরু হলে হ্যামস্টার সরু মুখের কাচের বোতলে ঢুকে আশ্রয় নিয়েছে ঠিকই কিন্তু বোতলের মুখে এতটাই সরু, সে আর বেরিয়ে আসতে পারছে না।
বোতলবন্দি পোষা হ্যামস্টারের ছবিগুলো অনলাইনে পোস্ট করেছেন তার মালিক।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএমএন/এএ