ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ভেজিটেরিয়ান ভাল্লুক স্টিপান!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ভেজিটেরিয়ান ভাল্লুক স্টিপান!

ঢাকা: ছবিগুলো রূপকথার মতোই কাল্পনিক মনে হচ্ছে, না? তবে ছবিগুলো কোনো গল্পের বইয়ের ছেঁড়া পাতা নয়, সত্যি।

হালকা বাদামি ভাল্লুকটির নাম স্টিপান।

রাশিয়ান ফটোগ্রাফার ওলগা বারান্তসেভা নারী মডেল ও ছোট মেয়েটির সঙ্গে স্টিপানের ফটোসেশন করেন।

কিন্তু ফটোশুটের শুরুতে দু’জন মডেলই ভয় পাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর স্টিপানকে শিকারি প্রাণী মনে না হয়ে বন্ধুই মনে হয় তাদের।

১৩শো পাউন্ড বা প্রায় ছয়শো কেজি ওজনের সাত ফুট লম্বা ভাল্লুকটির মালিক ইউরি প্যান্টেলিনকো নিশ্চিত করেছেন, স্টিপান নিঃসন্দেহে মানুষের সঙ্গে বন্ধুভাবাপন্ন।

সে কখনই কাউকে কামড়ে দেওয়ার চেষ্টা করে না।

কিন্তু ভাল্লুককে আমরা যতদূর সম্ভব শিকারি প্রাণী বলেই জানি।

ফটোগ্রাফার ওলগা জানান, স্টিপান পুরোদস্তুর ভেজিটেরিয়ান।

নবজাতক অবস্থায় শিকারিদের কবল থেকে উদ্ধার করে এক রাশিয়ান এ দম্পতি স্টিপানকে দত্তক নেন বলে জানা যায়।

মাংসের স্বাদ কেমন স্টিপানের তা জানা নেই। সে মোজারেলা চিজ ও বিস্কুট খেতে ভালোবাসে। সে জানে কীভাবে উদারতা ও সহশীলতার মাধ্যমে মানুষের সঙ্গে মনোভাব আদান-প্রদান করতে হয়। জানান ওলগা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।