ঢাকা: শিরোনাম আর সংযুক্ত ছবি দেখে হয়তো ভাবছেন সত্যিই শ্বেত ভাল্লুকটি বুকডন দিচ্ছে। অাসলে কিন্তু তা নয়!
আলোকচিত্রী গ্যারি মর্গানের তোলা ছবিতে ভাল্লুকটি পায়ে সমস্ত শক্তি যুগিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলো।
কানাডিয়ান আর্কটিক দ্বীপমালা অঞ্চলের বিউফোর্ট সাগরের বরফ প্রান্তরে বহুক্ষণ ধরেই সে চালাচ্ছিলো উঠে দাঁড়ানোর নিরলস প্রচেষ্টা।
মর্গান বিভিন্ন আঙ্গিকে শ্বেত ভাল্লুকের এই কসরতের ছবি তুলেছেন। বরফ প্রান্তরটি বড্ড পিচ্ছিল ছিলো বলেই ভাল্লুকটির উঠে দাঁড়ানো দায় হয়ে পড়েছিলো।
কিন্তু বিরতিহীনভাবে এই প্রচেষ্টা চালানোর জন্য তো শুভ্র ভাল্লুকটি কিছু হাততালি পেতেই পারে!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএমএন/এএ