ঢাকা: বেলজিয়ামে খুলেছে একটি গগনচুম্বী রেস্তোরাঁ। ব্রাসেলসের এ রেস্তোরাঁটি ইদানীং জয়প্রিয় হয়ে উঠেছে স্থানীয় ঝুঁকিপ্রিয় ও খাদ্যপ্রিয় মানুষের কাছে।
চারপাশে কাচের দেয়াল। সবদিক থেকেই গোটা শহর দৃশ্যমান। মাপা যায় নিচের দূরত্বও। বুক কাঁপলেও নিঃসন্দেহে এটি অ্যাডভেঞ্চার।
মাটি থেকে ৫০ মিটার (১৬৪ ফুট) ওপরে অবস্থিত এ রেস্তোরাঁয় রয়েছে কেবল একটি ডাইনিং টেবিল। ২২ জন ব্যক্তি বসে জমিয়ে খেতে পারেন সেখানে।
তবে কবজি ডুবিয়ে খাওয়ার সময় দুর্বল চিত্তের ব্যক্তিদের পাকস্থলীতে গুড়মুড় করে তখনই যখন মৃদু বাতাসে দুলে ওঠে সমান্তরাল মেঝের রেস্তোরাঁ।
নিঃসন্দেহে রেস্তোরাঁটি ঝুঁকিপূর্ণ। রেস্তোরাঁর ঝুঁকি প্রসঙ্গে ওয়েস্ট চীনা মেট্রোপলিস ডেইলি উল্লেখ করেছে- এখানে খেতে অাসা মানুষেরা জীবনের দামের বিনিময়ে অাহার সারেন!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএমএন/এএ