ঢাকা: ছোট্ট পিটবুল নিকোলাস। বয়স মাত্র এক সপ্তাহ।
নিকোলাসও তার মায়ের ভোগে যাচ্ছিলো। তার সামনের এক পায়ের অর্ধেক খেয়েও ফেলেছিলো, পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিকোলাসকে উদ্ধার করেন।
পরবর্তীতে নিকোলাসের আশ্রয় হয় বোরডপান্ডা.কম ওয়েবসাইট ব্যবহারকারী অ্যালোভিরের কাছে। তিনি নিকোলাসের ডাকনাম রাখেন নিক্কি।
অ্যালোভির জানান, নিকোলাস এতোই ছোট যে, মা ছাড়া তার যত্ন নেওয়া কঠিন।
আঘাত থেকে দ্রুত আরোগ্যলাভের জন্য নিকোলাসকে ২৪ ঘণ্টাই দেখাশোনা করা হচ্ছে। আনন্দের কথা হচ্ছে, অ্যালোভিরের দু’টো বিড়াল ও পাঁচটি কুকুরও নিকোলাসের সেবায় এগিয়ে এসেছে।
ছোট্ট নিক্কি পেয়েছে নতুন বাবা-মা। তারা হচ্ছে আমার দুই বিড়াল, জানান অ্যালোভির।
নিক্কি এখন দুই বিড়ালের মাঝখানে ঘুমায়। নিক্কিকে তারা নিজ সন্তানের মতোই আদর দিচ্ছে।
নিক্কিকে তিন ঘণ্টা অন্তর অন্তর খাওয়ানো হচ্ছে। তার পায়ের ব্যান্ডেজ পাল্টানো হচ্ছে রোজই। তবে প্রথম অবস্থায় আঘাতের কোনো উন্নতি দেখা দিচ্ছে না।
তবে আশা করা যায়, নতুন বাবা-মা আর পরিবার পেয়ে নিক্কি খুব দ্রুতই সেরে উঠবে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএমএন/এসএস