ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

নাট্যকার সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নাট্যকার সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার। ০১ মাঘ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৩৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
•     ২০০০ - বিল গেটস মাইক্রোসফটের সিইও পদ থেকে পদত্যাগ করেন।

মৃত্যু
•     ২০০৮ - প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নাট্যকলার সঙ্গে যুক্ত হন তিনি। থিয়েটার করতেন তখন। বাংলাদেশে একমাত্র বাংলা নাট্যকোষের প্রণেতা সেলিম আল দীনের প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ গড়ে ওঠে। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীনের অন্যতম সেরা নাটকগুলোর মধ্যে রয়েছে প্রাচ্য, চাকা, কীত্তনখোলা, বাসন,  আততায়ী, কেরামত মঙ্গল, হাত হদাই, নিমজ্জন, বনপাংশুল, যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি ইত্যাদি।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।