ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কাঠবিড়ালির ওয়াটার স্কি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
কাঠবিড়ালির ওয়াটার স্কি!

ঢাকা: এ যুগের কাঠবিড়ালিদের কেবল বাদাম আর পেয়ারার সন্ধানে দৌড়ালে চলে না, করতে হয় আরও কতশত কাজ!

এমনকি ওয়াটার স্কি করতেও কাঠবিড়ালিদের হাঁটুতে দম অনেক। টুইগি এমনই এক কাঠবিড়ালি।



২০১৬ সালের টরেন্টো ইন্টারন্যাশনাল বোট শোতে ওয়াটার স্কি করে রীতিমতো স্টার বনে গেছে সে।


গত শুক্রবার (৮ জানুয়ারি) কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত এ শোতে রিমোর্ট চালিত একটি ছোট স্পিডবোটের সঙ্গে সংযুক্ত স্কি-বোর্ডে দাঁড়িয়ে দর্শক মাতাচ্ছিলো টুইগি। তার গায়ে ছিলো ছোট্ট একটি লাইফ জ্যাকেট।

ওহ্ বলা হয়নি, টুইগি তো আসলে ফিল্মস্টার। অ্যাঙ্করম্যান: দ্য লিজেন্ট অব রন বার্গান্ডি ও ডজবল: এ ট্রু আন্ডারডগ স্টোরিতে সে অভিনয় করেছে। এছাড়া বিভিন্ন টিভি শোতেও তাকে দেখা যায়।


তবে টুইগিই পানিতে স্কি করা প্রথম কাঠবিড়ালি নয়। ১৯৭৯ সালে অ‍ারও এক কাঠবিড়ালি এ খ্যাতি পেয়েছে।

৫৮তম বার্ষিক টরেন্টো ইন্টারন্যাশনাল বোট শো চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।