ঢাকা: বোতসোয়ানার মাসাতু গেম রিজার্ভ। আলোকচিত্রী কিম ওলহিউটার আফ্রিকান গেম রিজার্ভের খোলা উদ্যানে ছবি তুলছিলেন বন্য চিতার।
একটি শিশু চিতার খুব কৌতূহল হলো আলোকচিত্রীর প্রতি। এগিয়ে এসে পায়ের আঙুল চেটে দিলো মেয়ে শাবকটি। দাঁতের স্পর্শ পেয়ে আলোকচিত্রী দ্রুত পা সরিয়ে নেন।
ওলহিউটার ছয় সপ্তাহ ধরে এ গেম রিজার্ভের চিতাদের ওপর কাজ করছেন। ছবি তুলতে তুলতে এক পর্যায়ে মা চিতা ও সন্তানদের বিশ্বস্ত হয়ে পড়েন।
৫৭ বছর বয়সী ওলহিউটার জানান, মা ও শাবকেরা দু’জনেই অামার খুব কাছাকাছি ছিলো আর আমিও তাদের ভিডিও করছিলাম।
কিন্তু এই মেয়ে শাবকটি তার ভাইদের তুলনায় একটু বেশিই উৎসুক ছিলো। তাই যখন আমি শুয়ে শট নিচ্ছিলাম তখন একেবারে আমার পায়ের কাছে আসে।
ভেবেছিলাম সে চটাস করে থাবা দিয়ে বসবে। কিন্তু না সে প্রথমে আলতো করে চেটে ও পরে কামড়ে দিলো।
কিঞ্চিৎ ব্যথা পেলেও চিতাটির আচরণ ওলহিউটারের কাছে অাদুরে পোষা বিড়ালের মতো লেগেছে।
চিতাটি আমাকে ঠিকই বোঝাতে পেরেছে, সে মোটেও আমার জন্য ভয়ঙ্কর নয়। জানান তিনি।
চিতারা ছিলো আমার প্রতি খুবই কৌতূহলী আর বিশ্বাসপ্রবণ। এটিই ছিলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমারও তাদের প্রতি এই একই অনুভূতি ছিলো। কৌতূহল আর বিশ্বাস। যোগ করেন ওলহিউটার।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএমএন/এএ