ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

লেমুরের নৃত্য

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
লেমুরের নৃত্য ছবি: সংগৃহীত

ঢাকা: মাদাগাস্কার অ্যানিমেশন ফিল্মের জুলিয়েনের কথা মনে আছে? দ্য লর্ড অব লেমুর। হ্যাপি কিং! লেমুরদের রাজা, যে কিনা নেচে নেচে বেড়াতো।



এই সাদা লেমুরটি সম্ভবত মাদাগাস্কার ফিল্মের বাস্তব সংস্করণ।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার শ্যানন বেনসনে এই সাইফেকা লেমুরের চোখধাঁধানো নৃত্যের ছবিগুলো তুলেছেন। বেরেন্টি রিজার্ভ থেকে ছবিগুলো তোলা। জায়গাটি কোথায়? অবশ্যই মাদাগাস্কার।


কারণ সাইফেকা লেমুর একমাত্র সেখানেই পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, সাইফেকা প্রজাতির লেমুরের চলাচলের স্টাইলটাই ভিন্ন। ১৮ ইঞ্চি লম্বা সাইফেকা লেমুরদের পেছনের পায়ে ভর করে দাঁড়ানো বা বাতাসে হাত ছড়িয়ে দেওয়ার ভঙ্গিই ব্যতিক্রম।


শিকারির হাত থেকে দতদূর সম্ভব দূরে থাকার জন্য মাদাগাস্কারের লেমুররা সর্বদাই প্রস্তুত।
অবশ্য এ দ্বীপের ব্যাপক বননিধন সাইফেকাদের বিপন্ন পরিস্থিতিতে ফেলছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।