ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সুখী সিলের হাসি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সুখী সিলের হাসি!

ঢাকা: সে-ই বোধহয় বিশ্বের সবচেয়ে সুখী সিল। সুখী না হলে কি আর ওমনি প্রাণখোলা হাসি কেউ হাসে?

পরিষ্কার নীল সাগরের একটি পাথরে শুয়ে রোদ পোহাতে পোহাতে মনে খেলে গেলো খুশির ঢেউ, আর সিলের মুখে ফুটলো ছলছলে হাসি।




সুইডিশ দ্বীপ থেকে সিলের হাসিম‍াখা মুখের ছবি তুলেছেন এক জার্মান সৌখিন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। নাম মার্টিন থমা।

৪৯ বছর বয়সী মার্টিন জানান, ছবিটি তোলা এতো সহজ ছিলো না প্রথদিকে সিলটি লজ্জা পাচ্ছিলো!


রোজই তাদের দেখতে যেতাম। এক পর্যায়ে সিলরাও আমাকে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলো। আমি নিশ্চিত, সে তখন আনন্দের সঙ্গে রোদ উপভোগ করছিলো। জানান মার্টিন।

একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফ‍ার হিসেবে এটি ছিলো আমার কাছের সুখকর মুহূর্ত। দীর্ঘসময় আমি প্রকৃতির কাছে কাটিয়েছি আর পুরস্কারস্বরূপ পেয়েছি এ ছবিগুলো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ২৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।