ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

চীনের সড়কে বুলেট কার!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
চীনের সড়কে বুলেট কার! ছবি: সংগৃহীত

ঢাকা: বুলেট কার! অবাক লাগছে তো? সত্যিই বুলেটের মতো দেখতে একটি তিন চাকার গাড়ি দেখা গেছে চীনের দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে। এতে হইচই পড়ে গেছে পুরো চীনে।



স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তিন চাকার অদ্ভুত ওই গাড়িতে করে তার ছেলেকে নানচংয়ের একটি কিন্ডার গার্টেনে পৌঁছে দিতে যান। নিরাপত্তার স্বার্থে চীনের সড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও বুলেটের মতো দেখতে ওই যানটি রাস্তায় নেমে হইচই ফেলে দেয়।

চীন‍া সংবাদমাধ্যম জানায়, ছেলেকে স্কুলের গেটে নামিয়ে দেওয়ার পর পুলিশ ৩০ বছর বয়সী ওই ব্যক্তির গতিরোধ করে তাকে গাড়িটি চালাতে নিষেধাজ্ঞা দেয়।

সংবাদমাধ্যমের তথ্য মতে, বাইসাইকেল পরিবর্তন করে প্লাস্টিক কভার সংযুক্ত করে তিন চাকার এই ‘বুলেট কার’টি বানানো হয়েছে।

ওই ব্যক্তি বলেন, ‘আমি জানি সড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। এ কারণে বাহনটি খুব একটা বের করি না। আজ ছেলেকে পৌঁছে দেওয়ার তাড়া থাকায় এই বাহন নিয়ে বের হয়েছি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।