ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ দিবস ফাইল ফটো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ মার্চ ২০১৬, শনিবার। ৫ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯৪৪ - উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
•     ১৯৭১ - পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।
•     ১৯৭২ - বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত।

জন্ম
•     ১৮২১– ইংরেজ অনুসন্ধানকারী, পণ্ডিত, ভূগোলবিদ, অনুবাদক, লেখক, সৈনিক, ভাষাবিদ, কবি, ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টন।

মৃত্যু
•     ১৯৪৭- বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক আজিজুল হক। আজিজুল হকের রাজনৈতিক পরিমণ্ডল ছিলো অত্যন্ত বিস্তৃত। তিনি বঙ্গীয় সরকারের শিক্ষামন্ত্রী, বঙ্গীয় ব্যবস্থাপক সভার স্পিকার, লন্ডনে ভারতের হাইকমিশনার, বড়লাটের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে বাণিজ্য, শিল্প ও খাদ্য বিভাগের কেবিনেট মন্ত্রী ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দু'দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
•     ১৯৫০ - মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ।
•     ২০০১ - বাংলাদেশের বিখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আধুনিক বাংলা সাহিত্যসম্ভারে তার অনন্য সংযোজন আমি কিংবদন্তীর কথা বলছি এবং বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা নামক দুটি কবিতা। কাব্যের আঙ্গিক গঠন এবং শব্দ যোজনে আলাদা কৌশল তার কাজকে স্বতন্ত্র স্থান দিয়েছে। তিনি লোকজ ঐতিহ্য ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। প্রকৃতির রূপ ও রঙের বিচিত্র ছবিগুলো তার কবিতাকে মাধুর্যমণ্ডিত করেছে।   কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- সাতনরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, সহিষ্ণু প্রতীক্ষা, প্রেমের কবিতা ইত্যাদি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।