ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ মার্চ ২০১৬, বুধবার। ৯ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৩৫১ - ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহন করেন।
•     ১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
•     ১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত।
•     ১৯৪০ - ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন।
•     ১৯৫৬ - পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত।
•     ১৯৭৬- নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর।

জন্ম
•     ১৮২৩ – যুক্তরাষ্ট্রের ১৭তম ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কলফ্যাক্স।
•     ১৮৮৭ – স্পেনের পেইন্টার জুয়ান গ্রিস।
•     ১৯১০– জাপান বংশদ্ভূত চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া।

মৃত্যু
•     ১৯৩১ - শহীদ বিপ্লবী ভগৎ সিং। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী তিনি।
•     ১৯৯৫ - ভারতীয়-বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায়।
•     ২০১১ - ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলর।


দিবস
•     বিশ্ব আবহাওয়া দিবস- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠিত হয়। ১৯৫১ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পায় সংস্থাটি। সেবছর থেকেই ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসে পালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশসহ ১৮৯টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যপদ লাভ করেছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।