ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নাকেই নেলির যত ট্যালেন্ট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
নাকেই নেলির যত ট্যালেন্ট!

ঢাকা: ভারসাম্যজ্ঞান আর ট্যালেন্ট- দুটোই তার নাকে! গোল্ডেন রিট্রাইভার নেলি। খুব ট্যালেন্ট সে।

এ জন্য অবশ্য নেলির নাককেই পুরস্কৃত করা উচিত। নাকের উপর যেকোনো কিছুর ভারসাম্য দারুণভাবে রাখতে পারে নেলি।
 


মালিক টেরি পিটার্সের খুশির জন্য নারকেল থেকে বাল্ব সবকিছুই নিজের নাকের উপর দীর্ঘসময় ধরে রাখতে রাজি সে।
পেনসিলভানিয়ার পিটসবার্গবাসী টেরি প্রিয় কুকুরের প্রতিভার বিভিন্ন রকম ছবি নেলির ইনস্টাগ্রামে যোগ করেছেন।
 


টেরি জানান, নেলিকে তিনি রোজই নতুন কিছু দিয়ে ভারসাম্য নিতে শেখান। এটি নেলির জন্য এক প্রকার চ্যালেঞ্জ।



পাপ্পি ট্রেনিংয়ের সময় থেকে নেলিকে এই চ্যালেঞ্জগুলো নিতে শেখান তিনি। রোজ রোজ নতুন জিনিসের ভারসাম্য নিতে নিতে সে এখন অভ্যস্ত।


এ পর্যন্ত নাকের উপর ঘরের বিভিন্ন জিনিসপত্র যেমন- বাল্ব, ফুলদানি, পিঙ্গলস চিপস, প্লাস্টিকের তলোয়ার, স্মুদির গ্লাস, পাখির বাসা, এগ কেসসহ পাঁচশোরও বেশি বস্তুর ভারসাম্য নিয়ে ফেলেছে নেলি। জানান টেরি।


ইনস্টা দুনিয়ায় রয়েছে তার জনপ্রিয়তা। বর্তমানে নেলির ফলোয়ার প্রায় আড়াই হাজার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।