ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছোট্ট হাঁসছানার বন্ধু বড় জলহস্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ছোট্ট হাঁসছানার বন্ধু বড় জলহস্তি

ঢাকা: বড় বা ছোট- সহানুভূতি সব প্রাণীর মধ্যেই রয়েছে। বড় প্রাণী হলেই যে ছোট প্রাণীকে হামলা করে বসবে তা নয়।

নেদারল্যান্ডের ব্ল‍াইডর্প চিড়িয়াখানার গল্পটাই বলি।

 

হাঁসছানাটি পুকুর থেকে উঠতে পারছিলো না। মা-ও কাছে নেই, কে তুলে দেবে। মা হয়তো ভুলেই তাকে জলে ফেলে গেছে। ওই পুকুরে ছিলো দুটো জলহস্তি। বিপদ দেখে এগিয়ে এলো তাদের একটি।

মুখ বাড়িয়ে তাকে উপরে তুলে দিতে চেষ্টা করলে ছানাটি ভয়ে এদিক ওদিক সাঁতরাতে শুরু করলো। হয়তো সে ভেবেছিলো জলহস্তি তাকে খেতে আসছে।

জলহস্তির মতো ঢাউস প্রাণীটাও যে তার মতো ছোট্ট ডানার হাঁসকে মায়া করতে পারে তা বোঝার জন্য ছানাটি হয়তো বেশিই অবুঝ। তারপর আর কি, আরেকটি জলহস্তি এসে মুখ দিয়ে ছানাটিকে উপরে তুলে দিলো আর হাঁসছানা ছফফটিয়ে উদাসমনে হেঁটে বেড়ানো মায়ের কাছে চলে গেলো।

নিশ্চই সে নিজের মাকে বলতে ভোলেনি, জানো মা জলহস্তি দুটো কী যে ভালো!


তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।