ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

করাত কলে কাটছে জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
করাত কলে কাটছে জীবন

মাঝ বয়সী শরীরটাকে খুব সুঠাম বলা যাবে না। ছাই রংয়ের ফুল হাতা টি-শার্টটি মলিন।

হাত দিয়ে কাঠের গুঁড়ি ঠেলতে সাহায্য নেন বুকের। এ কারণে জামার বুকে দাগ পড়ে গেছে। শরীরের শক্তির চেয়ে অনেকটা মনের শক্তি দিয়েই যেন কাঠের ভারী গুঁড়ি ঠেলে দেন করাতের নিচে।
কাঁচাপাকা দাড়িতে মুখখানা লাল করে রাখেন পান চিবিয়ে। চা-পানের অভ্যাস রীতিমতো নেশায় পৌঁছেছে তার। ভাত না খেয়ে থাকতে পারলেও, চা-পান ছাড়া না কি চলে না তার!
৪৮ বছর বয়সী সিরাজুল ইসলামের বাড়ি চাঁদপুরে। মিরপুর-১ এর মাজার রোডের সেকেন্ড কলোনিতে মনোয়ারা টিম্বার স’মিলে ৩২ বছর ধরে কাজ করছেন তিনি। প্রতিদিন ৯ থেকে ১০ ঘণ্টা করে কাজ করেন। সকাল থেকে শুরু করে রাত অবধি বিকট শব্দে চলতে থাকে সিরাজুলের করাত কল।
জীবনটা তার বাঁধা পড়েছে স’মিলের করাতের কাছে। গত তিন বছরে ছুটি নিয়েছেন মাত্র তিনদিন। বড় মেয়ের বিয়ের পয়সা যোগাতে বাড়তি শ্রম দিতে হয়েছে তাকে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জিএমএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।