ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

খাবার খুঁজতে গিয়ে নিজেই সাবাড়!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
খাবার খুঁজতে গিয়ে নিজেই সাবাড়!

ঢাকা: ক্ষুধার্ত পেলিক্যানের খাবারে ভাগ বসাতে গিয়ে ধরা পড়েছে পায়রা। এবার শাস্তি তাকে পেতেই হবে।

নিজের খাবারে অন্যের হানা মানতে না পেরে পেলিক্যান আস্ত গিলে ফেললো পায়রাটিকে।

 

ঘটনাটি ঘটেছে রাশিয়ার পেনজা চিড়িয়াখানায়। সাদা পেলিক্যানরা খানাপিনা করছিলো। তখন খাবারের দিকে পায়রাটি উড়ে আসে। কোনো সুযোগ না দিয়ে শূন্য থেকে পায়রাকে ঠোঁট দিয়ে কেড়ে নেয় পেলিক্যান। শিকারি মাংসাশী পেলিক্যান পায়রাটিকে গোগ্রাসে গিলে ফেললো। তারপর নিজের দলের কাছে ফিরে গেলো।


স্থানীয় শিক্ষার্থী দিনারা নেবারাভা ঘটনাটি স্বচক্ষে দেখেছেন। তিনি বলেন, এটি ছিলো প্রশংসনীয় বর্বরোচিত দৃশ্য। যেখানে পায়রা ছিলো দুর্ভাগ্যবান। দুর্ধর্ষ পেলিক্যানটি অতিদ্রুত প্রতিক্রিয়া দেখায়। মাত্র কয়েক সেকেন্ডে পুরো পাখিটিকে গিলে ফেলে সে। আমার ধারণা, বড় পেলিক্যান খাওয়ার মতো যথেষ্ট খাবার পায়নি। সে ক্ষুধার্ত ছিলো।


আফ্রিকা, অস্ট্রেলিয়া ও এশিয়া এবং ইউরোপের কিছু অংশে আট প্রজাতির পেলিক্যান পাওয়া যায়। এগুলোর কোনো কোনো প্রজাতি ছয়ফুট পর্যন্ত লম্বা হয়। পাখার প্রসারতা নিয়ে হয় প্রায় ১১ ফুট।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।