ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

লোহার তৈরি দ্রব্যাদির বিশাল বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
লোহার তৈরি দ্রব্যাদির বিশাল বাজার ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর স্বামীবাগ, যাত্রাবাড়ী করাতিটোলায় গড়ে উঠেছে বিশাল এক বাজার। এ বাজার কর্মকারদের।

এখনও কুটির শিল্পের আওতাভুক্ত না হলেও ঐতিহ্যবাহী সব সরঞ্জাম তৈরি করে কামাররা দৃষ্টি কাড়েন সবার; আর এসব দ্রব্যাদির চাহিদাও কম নয়। তাদের নির্মাণ থেকে এখন বাদ যায় না আধুনিক যন্ত্রপাতিও।

এখানে রয়েছে শতাধিক ছোট ছোট কারখানা। যেখানে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের চুলা, বিভিন্ন আকারের লোহার কড়াই, অটো চানাচুর মেশিন, বেকারি মেশিন, ক্রিম মেশানোর মেশিন, রোলার, বিভিন্ন আকারের গ্রিল কাবাব তৈরির মেশিন, ট্যাঙ্কি, ছোট-বড় চামচ তথা খাবার তৈরির কাজে ব্যবহৃত নানা দ্রব্য।

লোহার এই ধরনের জিনিসপত্রের জন্য এটি রাজধানীর সবচেয়ে বড় মার্কেট। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেলো এক সময় এসব মেশিন বিদেশ থেকে আমদানি করা হতো। বেশিরভাগ মেশিন আসতো চীন থেকে। এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে দ্রব্যগুলো। যার মানও বেশ উন্নত।

বেশিরভাগ জিনিস তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে জিপি শিট। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে জাহাজের শিট। এখানকার পণ্য ঢাকা শহরের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।

চুলা আকার ভেদে বিক্রি হচ্ছে ৩ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। গ্রিল মেশিন বিক্রি হয় ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায়। কড়াই ১৬০ টাকা কেজি হিসেবে। বিভিন্ন মেশিন বিক্রি হচ্ছে ১০ থেকে ৫০ হাজার টাকায়।

এখানকার ব্যবসায়ীদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বাজার তৈরি করা যাবে বলে মত কারিগরসহ ব্যবসা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।