ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে কুড়িগ্রাম-গাইবান্ধার বন্যার চিত্র (পর্ব-০২)

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ছবিতে কুড়িগ্রাম-গাইবান্ধার বন্যার চিত্র (পর্ব-০২) ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম, গাইবান্ধা ঘুরে: গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুরের ঘাঘট, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনার পানি বিপদসীমা অতিক্রম করলে বন্যা দেখা দেয়। সারা দেশের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

এসব অঞ্চলে বসবাসরত মানুষ, গৃহপালিত পশু, জমি-জমা, চাষাবাদের ভূমিসহ বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

এ পরিস্থিতিতে দেশের বৃহত্তম অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম গতকদিন ধরে সরেজমিন ঘুরে বন্যাদুর্গত এ এলাকাগুলো থেকে তুলে ধরেছে সার্বিক পরিস্থিতির চিত্র। তুলে ধরেছে বন্যার্ত মানুষের দুঃখকথা, দিনাতিপাত জীবনযাপনের চিত্র, নিয়ম-অনিয়ম, প্রশাসনের উদ্যোগ-গাফিলতিসহ সার্বিক দিকগুলো।

ব্রহ্মপুত্র পাড়ে কুড়িগ্রাম-গাইবান্ধার বন্যা উপদ্রুত এ এলাকা পরিদর্শনে বাংলানিউজ টিমে ছিলেন কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা ও স্টাফ ফটো করেসপন্ডেন্ট দীপু মালাকার।

বনভাসি মানুষগুলো সহায় সম্বর হারিয়ে আশ্রয় নিয়েছে এ রেল লাইনের ওপরে। ত্রাণও পাচ্ছেন না ঠিক মতো।

এ ত্রাণ নিয়ে বানভাসিদের অভিযোগ পড়ুন ‘ত্রাণের চাল নিয়ে 'মেম্বরদের' চালবাজী
"ভোট দেইনি বলে ত্রাণ দেন না চেয়ারম্যান!"

যমুনার পানিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নই তলিয়ে গেছে। এতে মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। ফুলছড়ি ইউনিয়নে ৫ হাজারের বেশি পরিবার নিজের বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এদের সবাই আশ্রয় নিয়েছে এ ওয়াপদা বাঁধে। যমুনা তীরবর্তী এ বাঁধ গজারিয়া ইউনিয়নের কাতলামারী থেকে শুরু হয়ে বালাসী ঘাট পর্যন্ত বিস্তৃত।

বিস্তারিত পড়ুন "এক বাঁধে লাখো মানুষ, ত্রাণ পৌঁছেনি এখনো" ও "ত্রাণ না দিলেও ঋণের কিস্তিতে ছাড় নেই!"

ফুলছড়িতে ওয়াপদা বাঁধের অংশ বিশেষ সিংড়িয়ার এখানেই বাঁধ ভেঙে প্রায় ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই প্লাবিত হলো ৩০ গ্রাম’ - স্থানীয়দের অভিযোগ নিয়ে এ প্রতিবেদন

ওয়াপদা বাঁধে আশ্রয় নেওয়া এ অস্থায়ী বাসিন্দারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেদের বাঁধ ভেঙে হারিয়ে যাওয়া জায়গাটি দেখছেন।

ভাঙা বাঁধে জিও ব্যাগ আনছে প্রশাসন।

রৌমারী দক্ষিণ খন্ডনমারা, ইটের ভাটা এলাকায় রাস্তার পাশে বন্যার পানিতে প্রায় ১৫টি ছোট-বড় জাল ফেলে মাছ ধরতে দেখা অনেককেই।  

কাজ নেই তাই বানে ভাসা মাছ ধরে সময় পার

কুড়িগ্রামের বিচ্ছিন্ন উপজেলা রৌমারী ঠিক ভারতের সীমান্তের পাশেই। অদূরেই দেখা যায় মেঘালয়ের পাহাড়ের চূড়া। সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা পরিস্থিতি এখানে। ছবিতে একটি মেয়ে ডুব সাঁতার দিয়ে খাবার ভর্তি হাড়ি নিয়ে যাচ্ছে।

"বন্যা দুর্গত এলাকায় জ্বর ও ডায়রিয়ার প্রাদুর্ভাব"

পরিষ্কার নীল আকাশে মেঘের ভেলা জমিতে নেমে এলেও এর নিচেই রয়েছে প্রকৃতি ভয়াবহ রূপটি। রৌমারীর এ কালা নদী দিয়েই হাজারো হেক্টর জমি ভারতে থেকে নেমে আসা পাহাড়ি ঢল নেমে তলিয়ে গেছে।

পড়ুন “বিজিবি’র ওয়াচ টাওয়ারে তালা, বিএসএফ’র কড়া পাহারা

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসএইচ
**
ছবিতে কুড়িগ্রাম-গাইবান্ধার বন্যার চিত্র (পর্ব-০১)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।