ঢাকা: চীনে ঢেলে উত্তাপ দিচ্ছে গ্রীষ্মের সূর্য। ওলংকু নেচার রিজার্ভে আঙিনা সেজেছে মধুমাসের ফলের আলপনায়।
কেন্দ্রীয় চীনের হেনান প্রদেশের জিউয়ান সিটির এ রিজার্ভে বানররা মধুমাসের রসালো ফল খাওয়ায় ব্যস্ত। তীব্র গরম হটাতে কর্মীরা বানরদের সামনে হাজির করেছেন চার হাজার কেজি গ্রীষ্মকালীন ফল! রয়েছে কলা, তরমুজ, কমলা, আপেল, আনারস, গাজর, পাতাকপি ও আরও অনেক ফল।
ওলংকু জানায়, এটি চীনের বানরের পাহাড়। এখানে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার ম্যাকাও বানর। দেশের ম্যাকাও প্রজাতির বানরের একটি বিরাট অংশ এখানকার বাসিন্দা।
জিউয়ান সিটির ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওলংকু নেচার রিজার্ভের বিস্তৃতি একশো ২৮ বর্গ কিলোমিটার।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসএমএন/এএ