ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবি শামসুর রাহমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কবি শামসুর রাহমানের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৭ আগস্ট ২০১৬, বুধবার। ২ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৪৫ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
•     ১৯৮২ - জার্মানিতে প্রথম কম্প্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।
•     ১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।

জন্ম
•     ১৬০১ - সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ পিয়ের দ্য ফের্মা।
•     ১৯৪৩ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক রবার্ট ডি নিরো।
•     ১৯৭২ - বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার।

মৃত্যু
•     ২০০৬ – বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।
•     ২০০৬ - বাংলাদেশি সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।