ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

হৃদয় নাড়ানো ছবিগুলো (পর্ব-১)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
হৃদয় নাড়ানো ছবিগুলো (পর্ব-১) ছবি: সংগৃহীত

ঢাকা: একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কখনও সেই শক্তি প্রতিবাদের, কখনও বিপ্লব, কখনও ভালোবাসা আবার কখনও আবেগের।

সর্বকালের সেরা এবং বিশ্ব হৃদয় নাড়ানো সেই সব ছবি ও ছবির পেছনের ক্ষুদ্র গল্প নিয়ে এই আয়োজন। প্রতিটি ছবির ভিন্ন ভিন্ন বার্তা, সে বার্তার খোঁজও একেকজনের কাছে একেক রকম।
১. ২০০৯ সালে অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানল হয়। যাকে ব্ল্যাক স্যাটারডে বলা হয়। এই দুর্যোগকালে ফায়ার সার্ভিসের এক কর্মী আগুন নেভানোর সময় তাসমানিয়া দ্বীপে একটি ছোট্ট কোয়ালাকে পানি পান করাচ্ছেন। মানুষের সঙ্গে প্রাণিকূলও সেদিন ছিল বিপন্ন, প্রাণে বেঁচে যাওয়া কোয়ালাটি যার প্রমাণ!

২. ১৯৬৭ সালের অক্টোবরে ১৭ বছরের এক তরুণী যুদ্ধ-বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে সৈনিককে ফুল দিচ্ছেন।

৩. কোরিয়ান যুদ্ধে নিহত স্বামী সার্জেন্ট (ফার্স্ট ক্লাস) জোসেফ গ্রান্টের মরদেহ ৬৩ বছর পর গ্রহণ করছেন তার বিধবা স্ত্রী। ১৯৫১ সালে ওই যুদ্ধে নিহত হন জোসেফ।

৪. ৯/১১-এর হামলায় নিহতদের স্মৃতিফলকে ছেলের নাম খুঁজে পেয়ে হাঁটু গেড়ে বসে দুখে বিহ্বল বাবা রবার্ট পিরাজা।

৫. কোরিয়ান যুদ্ধের সময় এক সৈনিক ২ সপ্তাহ বয়সের এক বিড়ালছানাকে নিজ হাতে খাওয়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।