ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুল তলায় শুরু হয়েছে শরৎ উৎসব।
প্রকৃতির অপরূপ রূপ ছড়ানো আর চারিদিকে স্নিগ্ধতা ছড়িয়ে রাখা এই ঋতুতে আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে।
শুক্রবার ( ১৪ অক্টোবর) সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী উৎসবের শুরু হয় অসিত বিশ্বাসের এসরাজের সুরের ঝঙ্কারে।
তারপর একে একে শুরু হয় নৃত্য, কবিতা আবৃত্তি, গান। নৃত্য পরিবেশন করে নৃত্যজন, নটরাজ, নৃত্যম, আনন্দ, বহ্নিশিখা ও স্পন্দন নৃত্যগোষ্ঠী।
আবৃতি করেন লায়লা তাবাসুম কাকলী। একক সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, মহাদেব ঘোষ, বিমল চন্দ্র বিশ্বাস। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ওস্তাদ মমতাজ আলী খান শিল্পীগোষ্ঠী ও সুর সপ্তক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শরতের শুভ্র সকালে এ আয়োজন দর্শক-শ্রোতাদের করে তোলে মুগ্ধ।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমএমকে/জিপি/এটি