ঢাকা: জীবিকার জন্য মানুষকে বেছে নিতে হয় কোনো না কোনো পেশা। তেমনি জীবনের প্রয়োজনে মো. জসিমউদ্দিন (৬৫) বেছে নিয়েছেন ফেলে দেওয়া ককশিট ব্যবসা।
আড়াই লাখ টাকা মূলধন নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছেন। তার ব্যবসার মূল কাজ হচ্ছে ককশিট ফ্যাক্টরি থেকে ফেলে দেওয়া, নষ্ট বা বাড়তি ককশিট ১০ টাকা থেকে ১৫ টাকা কেজি দরে কিনে তা প্লাস্টিকের মণ্ডে পরিণত করে বিক্রি করা।
জসিমউদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর ডেমরা থানাধীন মিরপাড়া এলাকায়। দুই ছেলে দুই মেয়েসহ পরিবারের সদস্য সংখ্যা সাতজন। এই মিরপাড়া এলাকাতেই বিগত ৭ থেকে ৮ মাস ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত।
শুধু তিনিই নন, তার রয়েছে পাঁচজন কর্মচারী। জসিম নিজেও চলছেন এই ব্যবসার মাধ্যমে আর অন্য কর্মীদেরও রেখেছেন স্বচ্ছল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরআইএস/আইএ