ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বছরজুড়েই বরফহোটেল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বছরজুড়েই বরফহোটেল

নামটাই আইসহোটেল। মানে এটা বরফে তৈরি। সুইডেনের উত্তরাঞ্চলের এই হোটেল ১৯৮৯ সাল থেকে চলে আসছে। বছরের যে সময়টা শীত তখনকার জন্য ছিলো এতদিন।  তবে এবার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে সারা বছরই খোলা রাখবে আইসহোটেল।

নামটাই আইসহোটেল। মানে এটা বরফে তৈরি।

সুইডেনের উত্তরাঞ্চলের এই হোটেল ১৯৮৯ সাল থেকে চলে আসছে। বছরের যে সময়টা শীত তখনকার জন্য ছিলো এতদিন।   তবে এবার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে সারা বছরই খোলা রাখবে আইসহোটেল।

আর নামও দিয়েছে আইসহোটেল ৩৬৫।

 

জানানো হয়েছে সারা বছরই এই বরফে তৈরি হোটেল শক্ত জমাটবাধা গাঁথুনিতে থাকবে খাড়া হয়ে।

প্রতিষ্ঠার ২৭ বছরের মাথায় এসে এখন প্রতি বছর আর প্রয়োজনে যখন তখন এই হোটেল নতুন করে নির্মিত হবে। আর সারা বছর ধরে সেবা দেবে। এ জন্য হোটেল কর্তৃপক্ষ ব্যবহার করছে নতুন একটি সৌরচালিত কুলিং প্রযুক্তি যা দিয়ে প্রচন্ত গরমেও তৈরি হবে বরফ।

কি নেই এর বরফের হোটেলে। এখানে বার, আর্ট গ্যালারি এসব কিছুই রয়েছে। ১০টি অভিজাত বিলাসবহুল স্যুইট রয়েছে।

আর্কটিক সার্কেলের ২০০ কিলোমিটার উত্তরের এই হোটেল প্রতিবছরই নতুন নতুন রূপ পায়। তার জন্য প্রতি বসন্তে পার্শ্ববর্তী টর্নি নদী থেকে তুলে আনা হয় ৫০০০ টন বরফ। আর গ্রীস্মের জন্য বরফ মজুদ করে রাখা হয়।

হোটেলের কোনও শাখা যদি গলে যেতে শুরু করে তখন তা আবার গড়ে দেওয়া হয়- সুতরাং প্রতিবছরই অতিথিরা নতুনত্বের মজাটা পান।

গ্রীস্মে যখন অতিথিরা যান তখন নিশীথ সূর্যের আলোতে স্লেজ গাড়িতে করে স্কি করার থাকে বাড়তি সুবিধা।

আইসহোটেলের ঠিকানা: মার্কনাদসভেগান ৬৩, ৯৮১ ৯১,  জাকাসজারভি, সুইডেন। ফোন: +৪৬৯৮০৬৬৮০০  

বাংলাদেশ সময় ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।