ফায়ার সার্ভিস ও বস্তিবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেলেও অগ্নিকাণ্ডস্থল থেকে বের হচ্ছিল ধোঁয়ার কুণ্ডুলি। কিছু কিছু যায়গায় নিভে যাওয়া আগুন যেন আবার জ্বলে উঠতে চাইছিলো।
আগুন নেভাতে কুয়া থেকে পানি তুলছিলেন এক বৃদ্ধ। কেউ কেউ পুড়ে যাওয়া ভগ্নাংশের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন তাদের শেষ সম্বল। সর্বস্ব হারিয়ে ধ্বংসস্তূপের দিকে নির্বাক তাকিয়ে বস্তির এক বাসিন্দা। অগ্নিকাণ্ডের পর বস্তির শত শত সহায় সম্বলহীন হয়ে এখন খোলা আকাশের নিচে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এইচএ/