ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মোহনীয় রাতের ঢাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মোহনীয় রাতের ঢাকা মোহনীয় সাজে রাতের ঢাকা। ছবি: মামুন খান

ঢাকা: নিয়ন আলোর এলইডি বাতিতে দিয়ে তৈরি করা হয়েছে সারি সারি নৌকা। তার ওপরে যেন আলো ছড়াচ্ছে রক্ত লাল সূর্য।

ফ্লাইওভার বা সড়ক দ্বীপে এমন রঙিন আলোর ঝলকানিতে পুরোপুরি বদলে গেছে রাতের ঢাকার চেহারা।

লাল-নীলসহ হরেক রঙের বর্ণিল আলোকসজ্জায় মোহনীয় এমন দৃশ্য নতুন অবয়বে উপস্থাপন করছে রাজধানীকে।

কারওয়ান বাজার, বনানী, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, বিজয় সরণি, কী এয়ারপোর্ট মোড়- ঢাকার সব পথেই রঙিন আলোর ছড়াছড়ি।

এরই মাঝে হেডলাইটের আলো জ্বেলে সমান গতিতে দু’দিক থেকেই শোঁ-শোঁ করে ছুটে যাচ্ছে গাড়ি।

চোখ ধাঁধানো আলোকসজ্জার মনোমুগ্ধকর ঢাকার এমন চিত্রই দেখা গেলো রোববার (০২ এপ্রিল) দিনগত মধ্যরাতে।

মূলত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনকে ঘিরে নতুন সাজ পেয়েছে ঢাকা।

নতুন ইতিহাস গড়ার এ সম্মেলনে ঢাকার চিরচেনা দৃশ্য পাল্টে মনকাড়া আলোকসজ্জায় বিমুগ্ধ ফ্যাশন ডিজাইনার রাসেল আহমেদ।

কুড়িল ফ্লাইওভার পাড়ি দেয়ার সময় বললেন- ‘নিয়ন আলোর জোৎস্নায় আচ্ছাদিত হয়ে আছে রাতের ঢাকা। রঙিন আলো মেখে যেন মায়া ছড়াচ্ছে অনবদ্য সৌন্দর্যের রাজধানীতে। আহ কী মোহনীয় রাতের ঢাকা।  

বিভিন্ন রঙ ও বর্ণের আলোকসজ্জার অপূর্ব সমন্বয় দেখা গেলো হোটেল রেডিসন ব্লু’তে। সেখানকার রুফটপ থেকেই হাতছানি দিচ্ছে লাল-সবুজের সম্ভাবনাময় বাংলাদেশ।

এছাড়া গুরুত্বপূর্ণ ভবনগুলোও নতুনরূপে সাজানো হয়েছে। বর্ণিল এ সাজ দৃষ্টি কেড়েছে পথচারীদেরও। অনেকেই বিস্ময়মুগ্ধ হয়ে দেখছেন রাতের ঢাকা।

এয়ারপোর্ট মোড়ে আলাপ হলো বাস চালক গোলাম সারোয়ারের সঙ্গে। তিনি বললেন, গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কে জ্বলছে হরেক রঙের নয়নাভিরাম আলো। সন্ধ্যা নামতেই আলো ছড়াচ্ছে লাল-নীল বাতি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।