ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়নের শিরোপা হাতে বাংলাদেশ অধিনায়ক আকরাম খান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।

সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ এপ্রিল, ২০১৭, বৃহস্পতিবার। ৩০ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৪১ - ‍যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।
১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।
১৮৯৩ - গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালায়। এতে চারশ মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হয়। ইতিহাসের বর্বর এ ঘটনা  ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’ বলে পরিচিত।
১৯৯৭ - কার্লসবার্গ আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল আকরাম খানের নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‍টুর্নামেন্টটি ছিল ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব। এতে কেনিয়া এবং প্রথমবারের মত বাংলাদেশ ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

ব্যক্তি
১৯০৬ - নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেটের জন্ম।
১৯৩৯ - নোবেলজয়ী আইরিশ কবি সিমাস হিনির জন্ম।
১৯৪১ - নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী মাইকেল স্টুয়ার্ট ব্রাউনের জন্ম।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।