তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৬ এপ্রিল, ২০১৭, রোববার। ৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮৫৩ - ভারতের বোম্বেতে (মুম্বাই) প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে উড়োজাহাজে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
জন্ম
১৮৬৭ - উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইট। তিনি প্রয়াত হন ১৯১২ সালের ৩০ মে।
১৮৮৯ - ইংরেজ চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন। তার পুরোনাম স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র। হলিউড সিনেমার প্রথম থেকে মধ্যকালের বিখ্যাততম শিল্পীদের একজন চ্যাপলিন পৃথিবীখ্যাত পরিচালকও। চ্যাপলিনকে চলচ্চিত্রের পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও মনে করা হয়। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয়, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমন কী সঙ্গীত পরিচালনা পর্যন্ত করেন। শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের ভিক্টোরিয়ান নাট্যমঞ্চ ও মিউজিক হলের হাত ধরে উঠে আসা চ্যাপলিনের ৬৫ বছরের দীর্ঘ কর্মজীবনের যবনিকাপাত হয় ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর ৮৮ বছর বয়সে তার মহাপ্রয়াণে।
১৯২৭ - পোপ ষোড়শ বেনেডিক্ট।
১৯৭৮ - ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ লারা দত্ত।
মৃত্যু
১৮৫০ - মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ফরাসি কিংবদন্তি মোমের ভাস্কর্যশিল্পী ম্যারি তুসো। তিনি জন্মেছিলেন ১৭৬১ সালের ১ ডিসেম্বর।
১৯৫১ - বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ। তিনি জন্মেছিলেন ১৯১৪ সালের ১ জানুয়ারি, তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন।
১৯৬২ - বাঙালি রাজনীতিবিদ ও কৃষক আন্দোলন নেতা খান বাহাদুর হাশেম আলী খান।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এইচএ