আমি এবার সরকারি হেলেনাবাদ গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ ফলাফলের জন্য মূলত আমার মা-বাবা শুরু থেকেই চেষ্টা করে আসছিলেন।
আমিসহ অন্য মেধাবীদের জন্য তিনি সব সময় বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া আমি বাসায় নিয়মিত ৭/৮ ঘণ্টা লেখা-পাড়া করেছি। নিয়মিত স্কুলে গিয়েছি। কোনো দিনই পড়া-লেখায় ফাঁকি দেয়নি। কারণ আমি ছোট বেলা থেকেই ডাক্তার হতে চাই। জানি ডাক্তারি পড়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে।
আমি যেন ডাক্তার হতে পারি সেজন্য আপনাদের সবার দোয়া কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএস/ওএইচ/জেডএম
** মা শুধু বলতেন ‘পড়তে বসো’
** ছোটবেলা থেকেই আমি ডাক্তার হতে চাই
** এ সফলতা আমার চেয়ে অনেক বেশি মায়ের
** পরিকল্পনা পূরণের জন্য মনোবলই প্রধান-অর্ঘ্য জ্যোতি বিশ্বাস