মা আমার মনে ডুকিয়ে দিয়েছিলেন ভালো ফলাফল করতে হবে। বাবা সহযোগিতা করেছেন।
আমি স্কুলের ‘ক’ শাখার (স্কুল রোল ৬, বোর্ড রোল ১০০৫২০) ছাত্রী ছিলাম। আমি ১০ শ্রেণীতে পড়া অবস্থায় জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে খুলনা বিভাগে সেরা শিক্ষার্থী হয়েছিলাম। সবার প্রযুক্তি জানা প্রয়োজন, কেননা প্রযুক্তি লেখাপড়ায় অনেক সহযোগিতা করে। নাচ বাদে আমার সব বিষয়ে পুরস্কার রয়েছে। ভালো ফলাফলের জন্য আমি মনে করি পড়াশুনার প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রতিদিনই পড়াশুনা করতে হবে। পড়াশুনা যেন জমে না যায় সে দিকে নজর দিতে হবে। শিক্ষকদের পড়ানোর প্রতি নজর দিতে হবে।
পড়া শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। শুরুতেই মন থেকে পরীক্ষাভীতি ঝেড়ে ফেলতে হবে। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী কোনদিন কি পড়ব তা ঠিক করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএইচ