আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবার। কারণ উনারা সব সময় আমার পাশে ছিলেন।
আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুদের, বিশেষ করে সাফওয়ান, পান্না, দ্রুব উদয়ের প্রতি। তোদের সহযোগিতায় ও সাহসে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোদের ভুলবো না কখনো।
ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়েছি, সেই সাথে আরও দায়িত্ব বাড়লো। ভবিষ্যতে আমি ম্যাজিস্ট্রেট হতে চাই।
সবশেষে মা-বাবা ও বিদ্যালয়ের মুখ আমি উজ্জ্বল করতে পেরেছি তাতেই স্বার্থকতা।
দুই ভাই এক বোনের মধ্যে বাবা-মায়ের বড় ছেলে আমি। নগরীর মিরের ময়দান অর্নব-২০ বাসায় থাকি। বাবা মো. শাহ ফারুক ও মা মালেকা ইয়াসবিন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনইউ/জিপি/এমজেএফ